সিংড়ায় সাবেক কাউন্সিলরসহ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
সিংড়ায় সাবেক কাউন্সিলরসহ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলা ও ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি মামলায় নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


১৪ ডিসেম্বর, শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিল (৪৮), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন (৩৭) এবং হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওহিবুর রহমান মিলন (২৬)।


সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ ও ২০২৩ সালের ঘটনায় সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রাজু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com