ঝিনাইদহে বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১৪ ডিসেম্বর, শনিবার রাতে শহরে জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয় ।
মিছিলটি শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে যেয়ে সমাবেশ করে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সহ জেলা বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ঝিনাইদহে বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারীরা সাবধান হয়ে যান। সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপনে আওয়ামীলীগকে পুনর্বাসন করছেন যারা তারা কেউ রেহাই পাবেন না।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]