মোরেলগঞ্জ ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯
মোরেলগঞ্জ ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।


১৪ ডিসেম্বর, শনিবার বিকালে উপজেলার হোগলাপাশা ইউনিয়নে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন উপধ্যক্ষ মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠানে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য দেন।


উপজেলার হোগলাপাশা ইউনিয়নে ফাতেমা-হোসেন ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে রামচন্দ্রপুর, হোগলাপাশা ও বনগ্রাম ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে আসছে। এবছর ৩ টি ইউনিয়নের ৪১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি এবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।


মেধা বৃত্তি পরীক্ষায় ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২৫ জন শিক্ষার্থীকে সনদ, নগদ টাকা ও একটি মগ প্রদান করা হয়েছে। মেধা পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিার করেছে বৌলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসফিয়া ইসলাম এসা, আট হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৌহার্দ সমাদ্দার, সাত হাজার টাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন হোগলাপাশা সপ্রাবি তীর্থ হালদার, ছয় হাজার টাকা।


এছাড়াও, ২২ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার টাকা, সনদ ও একটি মগ প্রদান করা হয়েছে।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com