পুঠিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:২০
পুঠিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহীর পুঠিয়া উপজেলার যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।


সকল ১০ টা সময় বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাkeন।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ,পুঠিয়া থানার ওসি কবির হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান,উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনেকে উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এ–দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং তারা দেশকে মেধাশূন্য করার এক নীল নকশা আঁকে।


শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারা অব্যাহত রেখে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।


বিবার্তা/সোহানুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com