পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, আরও বাড়তে পারে
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, আরও বাড়তে পারে
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দিনভর ডেকে থাকছে পুরো এলাকা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। সকাল সকাল ঝলমলে সূর্যের উত্তাপ পাওয়া জনজীবনে কিছুটা স্বস্তি মিললও বিকেল হতে না হতেই তা আবার মলিন হয়ে যাচ্ছে।


বিকেল থেকেই শুরু হচ্ছে হিমালয় থেকে প্রবাহিত হওয়া হীমশীতল বাতাস। রাত যত গভীর হয় ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার তীব্রতা ততই বাড়তে থাকে। ঠান্ডায় শহরের লোকের উপস্থিতি একবার কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে। ভোগান্তি বেড়েছে জনজীবনে। কনকন ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ । হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।


১৪ ডিসেম্বর, শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।


আজ সন্ধ্যা ৬ টা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ ।


শৈত্য প্রবাহ আরও দুএকদিন বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও, এ মাসে আরও দুই বা একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কর্মকর্তা মো. রোকনুজ্জামান।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com