ফেনীতে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে গ্রামবাসীর মানববন্ধন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮
ফেনীতে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে গ্রামবাসীর মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর ফাজিলপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্কেভেটর পোড়ানোসহ নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।


১৪ ডিসেম্বর, শনিবার সকালে ফাজিলপুর ইউনিয়নের গুদামবাজার এলাকার মুজিবিয়া আলিম মাদরাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট একটি গোষ্ঠী এলাকায় চাঁদাবাজি করে আসছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী। এরমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় একটি স্কেভেটরে আগুন দেয় সন্ত্রাসীরা। এরই প্রতিবাদ জানিয়েছে ফাজিলপুর, বটতলতি, আরবিহাট, গুদামবাজার এলাকাবাসী।


মানববন্ধনে বক্তব্য দেন, আল আমিন মার্কেট মহিলা দাখিল মাদরাসারসহ সুপার মাওলানা ফজলুল হক, নূরানী মাদরাসা শিক্ষক হাফেজ মনির আহমদ, স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব রাফি, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল হাই ও আতিকুল ইসলাম।


বক্তারা বলেন, আমাদের সুশৃঙ্খল এ সমাজে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। ৫ আগস্টের পর একদল উঠতি সন্ত্রাসী চাঁদাবাজিতে মেতে উঠেছে। তাদের থেকে কেউই রেহাই পাচ্ছে না। এখানে যে সড়কটি হচ্ছে তা আমাদের চলাচলের জন্য। কিন্তু তারা এখানেও এসে ঠিকাদারদের থেকে চাঁদা না পেয়ে স্কেভেটরে আগুন ধরিয়ে দেয়। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না।


তারা আরও বলেন, আমরা শুনতে পেয়েছি তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের দৃষ্ট্রান্তমুলক বিচার করতে হবে।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com