
নওগাঁর রাণীনগরে এক রাতে একই গ্রামের দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক কৃষক মছির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম বাঘা জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে জেগে ঘরের বাহিরে বের হওয়ার সময় দেখতে পান শয়ন ঘরের দরজার বাহিরে থেকে শিকল আটকানো রয়েছে। এরপর প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা খুলে বাহিরে আসেন। পরে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
তিনি আরো জানান, ওই রাতেই প্রতিবেশী দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা কেটে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রাত অনুমান দু’টার দিকে ভুক্তভোগীরা জানতে পেরে বিভিন্ন মসজিদে গরু চুরির বিষয়টি মাইকে প্রচার করলে স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার ও চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/সাহাজুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]