
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১টায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মহিলা কলেজ প্রাঙ্গনে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
জিয়া পরিষদের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা জিয়া পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক প্রফেসর ডা. আলিমুজ্জামান৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব সাহাজাহান মৃধা বাবলু, সহসভাপতি অধ্যাপক তানভীর রহমান উজ্জল, অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, অধ্যক্ষ কামরুজ্জামান নবাব, অধ্যাপক এএইচএম রইচ উদ্দীন,অধ্যাপক আতাউর রহমান,জুলফিকর আলী ভুট্টো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অধ্যাপক কাজী হুমায়ুন ইউসুফ৷ এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ৷
বিবার্তা/মনিরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]