
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (বোটর) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি হাকিমপুর থানার অফিসিয়াল পেজে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজার রহমান।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বোটর হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের আবু তাহের এর ছেলে। শরিফুল ইসলাম আলি হাট ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে জানান পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে (হাকিমপুর, ঘোড়াঘাট) থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনায়, ওসি মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল বুধবার বিকেলে আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফুলকে আটক করে থানায় নিয়ে আসে।
থানায় রুজুকৃত দুই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শিক্ষার্থী হত্যা মামলায় এ পর্যন্ত তিন জন এজাহার ভুক্ত আসামি সহ ২১ জন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]