
নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইটভাটা গুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুঁড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান বলেন, পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুঁড়িয়ে দেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]