
জামালপুর জেলার সুশীল সমাজের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।
১১ ডিসেম্বর, বুধবার জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং সেনাবাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়।
এসময় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান জামালপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উপস্থিত সকলেই চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতায় একাত্মতা প্রকাশ করেন।
বিবার্তা/হারুনী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]