
নওগাঁর মান্দায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন রংমিস্ত্রি নিহত হয়েছেন।
১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁকাপুর এলাকায় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম এবং মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে ওই তিনজন বাসায় ফিরছিলেন। পথে দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন।
ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর জাহিদুল ইসলাম ও নুর আলম মারা যান।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]