চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আটক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২২:২১
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।


১০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে জেলা শহরের হুজরাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে দুপুর আড়াইটার দিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এর আগে, সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সামনের সারিতে অংশগ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। এর পরদিনই তাকে আটক করে পুলিশ।


নাম প্রকাশ না করার শর্তে এক যুব মহিলা লীগ নেত্রী বলেন, আগের দিন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে জুঁই আক্তারসহ আমরা কয়েকজন যুব মহিলা লীগ নেত্রী অংশগ্রহণ করি। এর ছবি ফেসবুকে আসে ও বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হয়। কোনো অপরাধ না থাকলেও শুধু ডিসি-এসপির সাথে মানববন্ধনে থাকার দায়ে জুঁইকে আটক করা হয়েছে বলে অভিযোগ এই নেত্রীর।


জানা যায়, জুঁই আক্তারকে সদর উপজেলার বারো ঘরিয়ার একটি বিস্ফোরক মামলার আসামি দেখানো হয়েছে। একই মামলায় আরও আটক করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোঘরিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে।


বিবার্তা/লিটন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com