রাসিকের সদ্য যোগদানকৃত প্রশাসকের সাথে অবহিতকরণ সভা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২০:৫০
রাসিকের সদ্য যোগদানকৃত প্রশাসকের সাথে অবহিতকরণ সভা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য যোগদানকৃত প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি (অতিরিক্ত সচিব) এর সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণের দাপ্তরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


১০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় নগরভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভার শুরুতে সকল বিভাগ ও শাখা প্রধানদের সাথে পরিচিত হন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। সভায় প্রশাসক মহোদয় সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।


সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় তিনি সিটি কর্পোরেশনের সকল বিভাগের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।


সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মো. মোবারক হোসেন। সভায় রাসিকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্যচিত্র উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ।


সভায় সিটি কর্পোরেশনের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও সকল ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com