রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।


এদের মধ্যে ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।


নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন শওকত (৪১), মো. জাবেদ ইকবাল (৪২) ও মো. সাফায়েত জাহান সৈকত (২৩)।


আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আ. জলিলের ছেলে। যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহ মখদুম থানার বিমান চত্বর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।


সাফায়েত জাহান সৈকত রাজশাহী জেলার পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকার মো. সারোয়ার জহানের ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।


আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com