সরিষাবাড়ীতে
যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে সংবাদ সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সরিষাবাড়ী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা।


১০ ডিসেম্বর, মঙ্গলবার সকালে যমুনা সারকারখানার প্রধান ফটকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তারা বলেন, যমুনা সারকারখানা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন যমুনায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রীরা দেশের বিভিন্ন শিল্প কারখানা সুকৌশলে বন্ধ করে তাদের পকেট ভারী করার জন্য বিদেশ থেকে সারসহ বিভিন্ন দ্রব্য আমদানি করেছে। তাই এতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটিতে এইসব বিদেশি সার আমদানি বন্ধ করে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে পূণরায় চালু করে সার উৎপাদনে ফিরিয়ে নিতে হবে।


আমদানি নির্ভরতা থেকে সরে এসে বন্ধ দেশীয় সকল শিল্পকে সচল রাখা হলে দেশের রাজস্ব বাড়বে। এতে বাইরে থেকে সার ও আমদানী নির্ভর সকল পণ্য আনতে সরকারের ভর্তুকি ভার বহন করতে হবে না। এদিকে যমুনা সারকারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাংগাইল, রাজবাড়ী ও উত্তরবঙ্গসহ ২১ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমনুার সার উত্তোলন করেন। দীর্ঘদিন সময় উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় চলতি বোরো মৌসুমে সার সংকট হওয়ার শঙ্কা রয়েছে।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান এখলাস, মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক, যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, সরিষাবাড়ী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, ছাবের হোসেন বিপুল, সাইদুর রহমান, ফরিদ সরকার, নূর সরকার প্রমুখ।


বিবার্তা/মনির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com