
নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদে দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে আলোচনাকালে বক্তারা মানবকল্যাণে নিবেদিত হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা বলেন। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে সোচ্চার ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী কার্যক্রমসমূহের মধ্যে থাকবে যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে কাউন্সেলিং প্রদান, সমাজের প্রতিবন্ধীদের সাহায্যকরণ, বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করাসহ সমাজের কল্যাণমুখী কার্যক্রম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আবু সিদ্দিক রুক্কু, সাধারণ সম্পাদক আল ইমরান সম্রাট গণি, জয়নাল মেম্বার, মুজিবুর রহমান রাজু, খোকন সরকার, রফিকুল ইসলাম, আলাল মিয়া, আশিকুল ইসলাম কমল, আব্দুল আহাদ, সাখাওয়াত হোসেন সজীব, বিকাশ সরকার, রাতুল খান রুদ্র, আল আমিন হাওলাদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বিবার্তা/পলাশ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]