মানববন্ধনে যুব মহিলা লীগ নেত্রীর উপস্থিতি নিয়ে ক্ষোভ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪
মানববন্ধনে যুব মহিলা লীগ নেত্রীর উপস্থিতি নিয়ে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে প্রথম সারিতে ব্যানার হাতে দেখা যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।


সোমবার (৯ নভেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়ব আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে তাকে দেখা যায়।


এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আব্দুস সামাদ ও বিশেষ অতিথি পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রহমান ও জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।


খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা স্বাক্ষরিত পত্রে চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলা যুব লীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জুঁই আক্তার। সেই কমিটি এখনো বলবৎ আছে।


চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মসিউর করিম বাবু গণমাধ্যমকে বলেন, আজকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অতিথি বা আমন্ত্রণ জানানো হয়নি। এতে যুব মহিলা লীগ নেত্রীর উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। তিনি কীভাবে মানববন্ধনে উপস্থিত ছিলেন সেই ব্যাপারে কিছু জানি না। পরবর্তীতে এসব বিতর্কিত বিষয় এড়িয়ে চলার চেষ্টা করব।


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আজকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমন্ত্রণ জানায়নি। কীভাবে তিনি (যুব মহিলা লীগ নেত্রী) উপস্থিত ছিলেন সেই বিষয়ে জানি না। এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com