শিরোনাম
লিপু হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৪:০১
লিপু হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার সকাল ১১টায় সদর উপজেলার আমতলা বাসস্ট্যান্ডে মকিমপুর গ্রামবাসী এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও তার স্বজনরা অংশ নেন।


ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ঝিনাইদহ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দীন আজাদ, মানবধিকারকর্মী আমিনুর রহমান টুকু, স্থানীয় মকিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও লিপুর চাচাত ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম মিয়া প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা লিপু হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। লিপু হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের দিনমজুর বদর উদ্দিনের ছেলে।


বিবার্তা/কোরবান/জেমি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com