লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধ ফাতেমার
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধ ফাতেমার
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ফাতেমা জান্নাত (৬৪) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।


উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিমছড়ি পাড়ায় রবিবার দিনগত রাতে ঘটনাটি ঘটে। বৃদ্ধ ফতেমা জান্নাত হিমছড়ি পাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড় থেকে বন্যহাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে। ফাতেমা জান্নাত প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে বাড়ির আঙ্গিনায় ওই বন্যহাতির কবলে পড়েন। এসময় হাতি ফাতেমা জান্নাতকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা ফাতেমা জান্নাতকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার বেসরকারী ম্যাক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কা জনক হলে দায়িত্বরত চিকিৎসক ফাতেমা জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ১০টার দিকে ফাতেমা জান্নাত মারা যান।


এ বিষয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, কোন ধরণের অভিযোগ না থাকায় হাতির আক্রমণে মৃত ফাতেমা জান্নাতের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com