
নড়াইলের লোহাগড়ায় সংরক্ষিত পুরাকীর্তি ডা. নীহাররঞ্জন গুপ্তের বাড়িতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপান্তরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ (অব.) মো. রওশন আলী, নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক এস.এম আকরাম শাহীদ চুন্নু, শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস, সিনিয়র সাংবাদিক আলী আজগর রাজাসহ প্রমুখ।
সভায় সভাপতি জানান, স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডা. নীহাররঞ্জন গুপ্তের বাড়িতে ভালোমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিবছরই তার জন্ম ও প্রয়াণ দিবস পালিত হবে। এখানে সারা বছরই যাতে পর্যটক আসে এবং গবেষকরা এসে গবেষণা কাজ করতে পারেন সে ব্যবস্থা রাখা হবে। শিশুদের বিনোদন ও সৌন্দর্য্য বর্ধনে ফুল বাগান করা হবে। এখানে নীহাররঞ্জন গুপ্তের স্মৃতি ও সাহিত্য কর্ম সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
বিবার্তা/শরীফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]