পুঠিয়ায় সাংবাদিকের ওপর হামলা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২২:০৮
পুঠিয়ায় সাংবাদিকের ওপর হামলা
পুঠিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পুঠিয়া প্রতিনিধির ওপরে হামলার ঘটনা ঘটেছে৷ সাংবাদিক আরিফ সাদাতের উপর হামলা চালায় একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে সাজেদুল ইসলাম সাফাত।


৮ ডিসেম্বর, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুঠিয়া ইউনিয়নের নিজ গ্রাম ধননজয় পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


নয়া দিগন্তের এই প্রতিনিধি জানান, বেলা ১২ টার দিকে ড্রেন সংস্কারের বিষয়ে কথা চলার একপর্যায়ে তারা ইট দিয়ে মাথায় আঘাত করে৷ সেসময় আহতাবস্থায় স্থানীয়রা আমাকে দ্রুততার সাথে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷


সাজেদুলের সাথে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, কি হয়েছে? এত জেনে কি করবেন? বলেই কলটি কেটে দেন। পরে পুনরায় কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়৷


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখে এসেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সোহানুর/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com