চুয়াডাঙ্গায়
দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১২
দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ডুগডুগি পশুহাট থেকে ৯ টি স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।


৮ ডিসেম্বর, রবিবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।


আটক রুহুল আমিন জেলার দর্শনা পুরাতন বাজারের রফিকুল ইসলামের ছেলে।


এ ঘটনায় লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারি যে মোটরসাইকেলে ৩ জন স্বর্ণ পাচারকারী দামুড়হুদা শহর থেকে গোবিন্দপুর সড়ক হয়ে সীমান্তের দিকে যাবে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে ডুগডুগি পশু হাটের কাছে বিজিবি অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেল যোগে তিনজন এ রাস্তায় আসে। বিজিবি তাদের থামাতে গেলে এ সময় দুইজন পালিয়ে যায়। মোটরসাইকলকে আটক করতে সক্ষম হয় বিজিবি।


পরে তার দেওয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মিটার বক্সের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৭৮ গ্রাম। বর্তমান বাজার মূল আনুমানিক দেড় কোটি টাকা।


আটক স্বর্ণ পাচারকারীকে দর্শনা থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।


বিবার্তা/আসিম/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com