ময়মনসিংহের গৌরীপুরে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর, রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
র্যালি শেষে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মাহবুব ইবনে আইয়ুবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গৌরীপুর থানার তদন্ত কর্মকতা আব্দুল মালিক পিপিএম, গৌরীপুর ইসলামাবাদ মাদ্রাসার অধ্যক্ষ রোখনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আন্জুমানারা বেগম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সহ-সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, যুগান্তর উপজেলা প্রতিনিধি রইছ উদ্দিন, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ।
বিবার্তা/হুমায়ুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]