নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় ছাব্বির আহম্মেদ শেখ (২৭) নামে এক হত্যা মামলার আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
ছাব্বির একই গ্রামের কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। সে উপজেলার চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে
কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি ছাব্বিরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল। এ
সময় ১৫/২০জন আত্মীয় স্বজন মিলে পুলিশের গতিরোধ করে আসামি ছিনিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের নাসিম শেখ হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় হত্যা মামলা হলে ছাব্বির তাদের মধ্যে অন্যতম আসামি।
কালিয়া থানার ওসি মো. ওাশিদুল ইসলাম রোববার সকালে বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]