বরিশালের মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনজিও আশার ব্যবস্থাপক ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৩৫) ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক একই এলাকার মো. তাজুল মাস্টারের ছেলে কামাল হোসেন (৩১)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মুলাদী থানার ওসি জহিরুল জানান, ভাড়ায়চালিত মোটরসাইকেলে হুমায়ুন কবির বরিশালের উদ্দেশে রওনা দেয়। মুলাদীর কলমখার মোড় এলাকায় পৌঁছালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অবৈধযান টমটমের কোনো হেডলাইট ছিল না। বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেল বুঝতে পারেনি। তাই এ দুর্ঘটনা ঘটেছে। মুলাদী উপজেলায় পানি সেচের ইঞ্জিনচালিত অবৈধ যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এসব প্রতিকারে কেউ এগিয়ে আসে না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]