
জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের আয়োজনে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর, শনিবার বিকেলে সরিষাবাড়ী থানা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার চাঁদ মিয়া'র সভাপতিত্বে ও এসআই শ্রাবণ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন কেন্দ্রীয় পরিষদের কার্যনিবাহী সদস্য রমেশ চন্দ্র সূত্রধর, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সঞ্জীত প্রসাদ সাহা জগ, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, মহাদেব চন্দ্র সাহা, বাঞ্ছারাম কর্মকার, প্রবীর কুমার পাল ,অ্যাডভোকেট শিবলু ঘোষ, মদন লাল প্রসাদ, উত্তম চৌধুরী, কৌশিক দে প্রমুখ।
এসময় সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]