
নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
৭ ডিসেম্বর, শনিবার দুপুরে প্রেসক্লাবের ভোটারদের নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির নাম নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারীর উপস্থিতিতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশিদী।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩য় বারের মত নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া ও মাইটিভির প্রতিনিধি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন গ্লোবাল টিভির প্রতিনিধি জুলহাজ কায়েম।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সুজিত সাহা (বিবিসি একাত্তর) ও লিটন আহমেদ (সকালের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক রনজু আহমেদ (দৈনিক আজকালের খবর, দৈনিক জনদেশ) ও মো. রবিন খান (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক শুভ সরকার (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক ফজলে রাব্বি (দৈনিক বিজনেস বাংলাদেশ), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক ঘোষণা), সাহিত্য ও পাঠাগার সামাউন আলী (দৈনিক খবরপত্র), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন (রুপালী দেশ), প্রচার ও প্রকাশনা মোতালেব হোসেন (দৈনিক মুক্তখবর), পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম হোসেন (বিডি রিপোর্ট), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফারুক হোসেন (দৈনিক ভোরের চেতনা), নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আরিফ (সংবাদ কনিকা), সারোয়ার হোসেন (এশিয়ান টিভি), মোস্তাফিজুর রহমান (প্রত্যাশা প্রতিদিন)।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার'সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বিবার্তা/রাজু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]