রাণীনগরে
নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি শিশু সাজিতের
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি শিশু সাজিতের
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগর উপজেলার শিশু সাজিত হোসেনের (১৩) নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি।


রবিবার (১ ডিসেম্বর) অটো চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাজিত। ফলে চরম উৎকণ্ঠা আর হতাশায় রয়েছে সাজিতের পরিবার।


সে ঐ উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের শাহ জামাল হোসেনের ছেলে।


সাজিতের বাবা শাহ জামাল বলেন, রবিবার (১ ডিসেম্বর) সকালে অটো চার্জার ভ্যান নিয়ে চাচা বেলাল হোসেনের ধান বিক্রি করতে উপজেলার আবাদপুকুর হাটে যায় সাজিত। এরপর ধান নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় এসে আবারো দুইজন যাত্রী নিয়ে আবাদপুকুর যায়। এরপর থেকে সাজিত নিখোঁজ হয়।


এঘটনায় তিন দিনেও সন্ধান করতে না পাওয়ায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।


তিনি আরও বলেন, তার ছেলে অনেকটায় প্রতিবন্ধী। তার হাতের দুই আঙ্গুল কাটা রয়েছে এবং বুকে ক্ষতচিহ্ন রয়েছে। গত সাত দিনেও তার সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা আর হতাশায় পরেছেন পরিবারের সবাই।


সাজিতের বাবা বলেন, পরিবারে কারো সাথে কোনো কলহ নেই সাজিতের।


কিন্তু কীভাবে সাজিত নিখোঁজ হলো, এব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি তিনি।


এ ঘটনায় তদন্ত কর্মকর্তা এসআই মানিক হোসেন জানান, সাজিতের পারিবারিক কোনো কলহ আছে কিনা বা পরিবারের লোকজনের সাথে মনোমালিন্যের কারণে বাড়ি থেকে চলে গেছে কিনা এমন বিষয়ে সার্বিক খোঁজ নেয়া হচ্ছে।


তিনি আরও বলেন, যদি অপহরণকারীরা তাকে আটকে রাখে তাহলে অবশ্যই সাজিতের পরিবারে মোবাইল ফোনে যোগাযোগ করতো। আবার ভ্যান ছিনতাই করে তাকে দূরে কোথাও ফেলে গেলে সাজিত পরিবারের সাথে যোগাযোগ করতো। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো নমুনা পাওয়া যায়নি। বিষয়টি সুষ্ঠু ভাবে তদন্ত করা হচ্ছে, সাজিতের সন্ধানে তার ছবিসহ দেশের বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। দ্রুতই তাকে উদ্ধারের চেষ্টা চলছে।


বিবার্তা/সাহাজুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com