পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৭
পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতার, সম্পাদক জহুরুল
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার সভাপতি ও জহুরুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি ছিফাত রহমান সনম ও এসএম আলাউদ্দিন।


সম্পাদক পদে জহুরুল ইসলাম যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী, কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার।


নির্বাহী সদস্য পদে আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, রফিকুল ইসলাম সুইট, শাহীন রহমান, জিকে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী, সুশীল কুমার তরফদার ও মিজানুর‌ রহমান।


মোট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।


নব নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের আজকে ভোট সম্পন্ন হয়েছে। পাবনার সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব ইনশাআল্লাহ।


বিবার্তা/পলাশ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com