বাগেরহাটে বিভিন্ন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগে বিক্ষোভ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬
বাগেরহাটে বিভিন্ন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ নিয়ে ক্ষোভ-অসন্তোষ সৃষ্টি হয়েছে। গেজেটভুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে স্থানীয়রা। নিয়োগ বাতিলে বাগেরহাটের জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে আবেদনও করেছেন তারা। জেলা প্রশাসক বলছেন, যেএস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ ও বিতর্ক রয়েছে, তাদেরকে পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।


জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা জানায়, গেল ৫ আগস্টের পরে বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গা ঢাকা দিয়েছেন। তাদের কেউই নিয়মিত অফিস করছেন না। এর প্রেক্ষিতে ৩ ডিসেম্বর ৮টি ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেছে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এসব ইউনিয়নের মধ্যে রয়েছে, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া, রাখালগাছি, কাড়াপাড়া, বেমরতা, বিষ্ণুপুর ও যাত্রাপুর, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা এবং রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। তালিকা প্রকাশ পাওয়ার পর থেকে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম ফারাজীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা।


বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয় বিএনপি কর্মী মো. আরিফ শেখ বলেন, রাখালগাছি ইউনিয়ান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফারাজীকে পরিষদের দায়িত্ব প্রদান করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে।


এই গেজেট বাতিল করে নিরপেক্ষ কাউকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছি। মনিরুলকে দ্রুত অপসারণ না করা হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে গোটাপাড়ায় দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হাসান জেলাল, বেমরতায় কামাল হাওলাদার ও বিষ্ণুপুর এলাকায় দর্জি আজমল হোসেনকে অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন স্থানীয়রা।


গোটাপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল হাসান বলেন, বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। রবিবারের মধ্যে এই গেজেট বাতিল ও দায়িত্বপ্রাপ্তদের অপসারণ না করা হলে আরও বড় ধরণের কর্মসূচি দেয়া হবে।


এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, ইউনিয়ন পরিষদকে সচল করতে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ও বিতর্ক রয়েছে, তাদেরকে পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে বলে জানান তিনি।


বিবার্তা/রাজু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com