পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমূক্ত রেখে নিরাপদ বাসযোগ্য আবাসস্থল হিসাবে গড়ে তোলার জন্য ৬৫ মসজিদে জুমা নামাজের সময় বিশেষ বাহক মারফত মুসল্লীদের মাঝে লিখিত বার্তা পাঠিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিটি মসজিদে একজন করে মোট ৬৫ জন পুলিশ সদস্য উপস্থিত হয়ে তারা এ বার্তা প্রেরণ করেন। এভাবেই প্রতি জুমায় উপজেলার ২৬০ মসজিদে এ বার্তা পাঠানো হয়।
৬ ডিসেম্বর, শুক্রবার পাড়েরহাট ইউনিয়নের ৬৫টি মসজিদে জুময়ার খুৎবার পূর্বে এ বার্তা পাঠ করে শুনানো হয়।
লিখিত বার্তায় পুলিশ সুপার মুসল্লীদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোন ধরনের অপরাধমুক্ত রাখতে এলাকাবাসীর সহায়তা কমনা করেন।
তিনি বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুর জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। এজন্য তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে এ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য অনুরোধ করেন।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন জানান, মান্যবর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের গত ৮ সেপ্টেম্বর এই জেলায় যোগদানের পর থেকেই পিরোজপুর জেলাকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমূক্ত রাখতে সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন। তার নির্দেশে আজ আমরা উপজেলার ৬৫ টি মসজিদে ৬৫ পুলিশ সদস্য উপস্থিত হয়ে মুসল্লীদের মাঝে তার লিখিত বার্তা পাঠ করে শুনিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদে পুলিশ সুপার স্যারের এ বার্তা পাঠ করে শুনানো হবে।
বিবার্তা/শামীম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]