শিরোনাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১৪তম প্রজাপতি মেলা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১৪তম প্রজাপতি মেলা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১৪তম প্রজাপতি মেলা।


৬ ডিসেম্বর, শুক্রবার মেলা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতিপ্রেমী ছুটে আসেন ক্যাম্পাসে।


নগর জীবনে এখন প্রজাপতির দেখা পাওয়া যায় না খুব একটা। তাই নিজ চোখে প্রজাপতি দেখার উদ্দেশ্যে রাজধানীসহ আশেপাশের নানা বয়সের দর্শনার্থীরা ভীর করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রজাপতি মেলায়। প্রজাপতির রঙ -এ প্রকৃতির নান্দনিকতার এ যেন এক মেল বন্ধন।


মেলা উপলক্ষে সকালে এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। মেলা ঘিরে দিন ব্যাপী আয়োজনে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এছাড়া ও প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড সহ নানা আয়োজন। এছাড়া মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ব্যাক্তি ও সংগঠন পর্যায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিভাবক ও শিশুদের ভিড়। মেলায় আসতে পেরে খুবই আনন্দিত তারা।


বিবার্তা/বাশার/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com