সাভারে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, ৬ ডিসেম্বর, শুক্রবার সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় এম এম হারবাল ফ্যাক্টরিতে মিক্সার মেশিনে পিষ্ট হয়ে কারখানার শ্রমিক রাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
এ ঘটনার পর থেকে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছে মালিকপক্ষ। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে, সাভারের বাজার রোডে সাভার পৌরসভার কাজ করার সময় তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে আইজ উদ্দিন নামের এক শ্রমিক মারা যায়।
পরে ঠিকাদারের লোকজন পুলিশকে না জানিয়ে নিহতের মরদেহ রংপুর জেলায় তড়িঘড়ি করে পাঠিয়ে দেন।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]