শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা স্টুডিও ব্যবসায়ী মো. সোহেলের ভুলবশত নম্বরে চলে যাওয়া ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উদ্ধার করা টাকা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন থানার এএসআই মো. জাহিদ হোসেন ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর দুপুরে স্টুডিও ব্যবসায়ী মো. সোহেল তার ব্যক্তিগত রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল করলে ২৪ হাজার ৫০০ টাকা অন্য একটি রকেট নম্বরে চলে যায়। তিনি টাকা ফেরত পাওয়ার জন্য রকেট অফিসে গিয়ে জানতে পারেন যার নম্বরে টাকাগুলো গেছে তিনি তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়েছেন।
পরে সোহেল ওই ব্যক্তির নম্বরে ফোন করে তার টাকাগুলো ফেরত চাইলে টাকা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে গত ১ ডিসেম্বর ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহেল। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নম্বরের ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। শনাক্ত হওয়া ব্যক্তি মাগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে মাগুরা সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির নিকট থেকে ভুলবশত চলে যাওয়া ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত টাকা সোহেলের কাছে হস্তান্তর করে পুলিশ।
স্টুডিও ব্যবসায়ী মো. সোহেল বলেন, ভুল নম্বরে চলে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। থানা পুলিশের আন্তরিকতা ও তাদের দায়িত্ব পালন দেখে আমি মুগ্ধ। এতো দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেনের কাছে আমি কৃতজ্ঞ।
বিবার্তা/মনির/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]