আলিফ হত্যা মামলায় আরেক চিন্ময় সমর্থক গ্রেফতার
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:৩২
আলিফ হত্যা মামলায় আরেক চিন্ময় সমর্থক গ্রেফতার
চটতগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাস (২৭) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে মামলার প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রিপন দাস নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা হরস চন্দ্র লেনের মৃদুল দাসের ছেলে।


রিপন নগরীর চকবাজার এলাকার একটি ফার্মেসির কর্মচারী বলে জানায় পুলিশ।


রিপন দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।


তিনি বলেন, গ্রেফতার রিপন দাস এজাহারনামীয় আসামি নয়। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় পাওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে তাকে। এতে পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আলিফ হত্যা মামলায় আসামি হিসেবে শনাক্ত করা হয় গ্রেফতার রিপন দাসকে। ভৈরব থেকে গ্রেফতার চন্দন দাসসহ রিপন দাসকে শুক্রবার আদালতে হাজির করা হবে বলে জানান এডিসি তারেক আজিজ।


গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


সেদিন কর্মস্থল আদালতপাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময় অনুসারীরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com