পিরোজপুরের ইন্দুরকানীতে ভূমি উন্নয়ন কর না দিতে পারায় ভোগান্তির শিকার হচ্ছে ভুক্তভোগীরা। জানা যায়, গত ২৫শে নভেম্বর থেকে এই উপজেলায় গ্রাহকরা কোনো ভূমি উন্নয়ন কর দিতে পারছে না। যার ফলে, জমি রেজিস্ট্রি, ব্যাংক লোন ও রাজস্ব আয়, মিউটিশনসহ বিভিন্ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী আ. রহমান জানান, আমার ছেলে বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করতে চাই। কিন্তু ভূমি উন্নয়ন কর না দিতে পারায় ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিস জমি রেজিস্ট্রি করছে না। যার কারণে আমার ছেলে বিদেশে যাওয়া আটকে আছে। সময় মতো টাকা দিতে না পারলে তার বিদেশে যাওয়া বন্ধ হয়ে যাবে।
অসুস্থ রোগী হুমায়ুন এর স্ত্রী লাভলী জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছে। তার চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন। জমি বিক্রি করে সেই টাকা দিয়ে চিকিৎসা করার কথা হলেও ভূমি উন্নয়ন কর না দিতে পারায় তা সম্ভব হচ্ছে না।
ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মধু জানান, হালনাগাদ ভূমি উন্নয়ন কর না থাকার কারণে আমরা রেজিস্ট্রি করতে পারছি না। যার ফলে রাজস্ব আয় হচ্ছে না।
বালিপাড়া ভূমি অফিসের কর্মরত তহশিলদার রিয়াজ জানান, নভেম্বরের ২৫ তারিখ থেকে নতুন সফটওয়্যার কাজ চলছে। যার কারণে অনলাইনের কার্যক্রম স্থগিত হয়ে আছে। বিগত দিনে ম্যানুয়াল ভাবে রিসিভ দেওয়া হতো। বর্তমানে অনলাইনভিত্তিক হওয়ার কারণে এখন তা সম্ভব না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীন জানান, কয়েকদিন যাবৎ ভূমি উন্নয়ন করের সফটওয়্যার এর কাজ চলমান থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে। সমস্যাটি শুধু আমাদের এলাকায় নয়। আশা করি খুব শীঘ্রই সেবাটি চালু হবে।
বিবার্তা/শামীম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]