সুনামগঞ্জের ধর্মপাশায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, ওসি মোহাম্মদ এনামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, শিক্ষার্থী প্রতিনিধি সজীব রহমান, আশরাফুল আলম আরিফ, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মনির, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিবার্তা/শহীদুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]