ন্যাশনাল পিপলস পার্টি (এন.পি.পি) চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের কতিপয় মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা মোটেও কাম্য নয়। অসাম্প্রদায়িক চেতনায় আমরা এ দেশে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে দলীয় কার্যালয়ে এনপিপি জেলা শাখা আয়োজিত দলে নবাগতদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. ফরিদুজ্জামান ফরহাদ একথা বলেন।
এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত আলী, নড়াইল জেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, নড়াইল পৌর কমিটির সভাপতি মো. আরজান বেগ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, আগামীতে জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলো দেশ পরিচালনা করবে। আওয়ামী লীগের আমলে দিনের ভোট রাতে হলেও বর্তমান সরকারের অধীনে ভোট হবে স্বচ্ছ।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে বসে কূটকৌশল চালাচ্ছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা একের পর এক ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো সজাগ থাকায় আওয়ামী লীগের কূটকৌশল ও অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।
বিবার্তা/শরিফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]