সিংড়ায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪
সিংড়ায় অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ শুরু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এ স্লোগানকে সামনে রেখে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর চার দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয়ে চারদিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সিংড়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আওতাধীন চৌগ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নের জোনাল অফিসার আব্দুল গফুর চার দিন ব্যাপী প্রশিক্ষণ কর্যক্রম পরিচালনা করবে। উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণদের এ প্রশিক্ষণ দেওয়া হবে।


প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে। অর্থনৈতিক শুমারির মূল শুমারিতে দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা ও প্রতিষ্ঠানসমূহ হতে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। ডিজিটাল ট্যাবের ক্যাপি পদ্ধতির মাধ্যমে ২৫টি প্রশ্নের তথ্য নেওয়া হবে। যা প্রশ্ন ও মোট ৭০টি তথ্য সংগ্রহ করা হবে।


এসময় সিংড়া উপজেলার চৌগ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নের ২২ জন গণনাকারী, চারজন সুপারভাইজার, একজন আইটি সুপারভাইজার ও একজন জোনাল অফিসার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজার রহমান উপস্থিত ছিলেন।


আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণ শেষ হবে এবং মূল শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত হবে।


বিবার্তা/রাজু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com