দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের ২৮৫/৯ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি মো. সুজন মিঞা বলেন, বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়েরপূর্বক আসামি জমা দিয়েছে। আজ আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিবার্তা/রববানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]