ব্রাহ্মণবাড়িয়ার
সরাইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩১
সরাইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উত্তর পাশে প্রায় ১০ শতক সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সরাইল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোশারফ হোসাইন এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।


এসময় সরকারি জায়গায় দখল করে টিন, বাঁশ দিয়ে গড়ে তোলা ২০টি মত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযান শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, সরকারি জায়গা আমরা দখল মুক্ত করেছি। সরকারি জমি উদ্ধার কার্যক্রম চলবে।


এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এলাকার তথা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বাজার কমিটির সেক্রেটারি বাবুল মিয়াসহ আনসার সদস্যরা।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com