
পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তার পরিবার সংবাদ সম্মেলন করেছে।
৪ ডিসেম্বর, বুধবার দুপুরে উপজেলার দিয়ার বাঘইলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর স্বজনরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মানিকের বোন ইয়াসিন আরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হত্যা মামলা নথিভুক্তের পর ৩ আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ ও র্যাব। তবে অদৃশ্য কারণে অন্যান্য আসামি গ্রেপ্তারে প্রশাসনের সেই তৎপরতা স্থবির হয়ে গেছে। মামলার প্রধান আসামিসহ কয়েকজন আসামি বেশ কিছুদিন যাবত নিজেদের বাড়িতে অবস্থান করলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
তিনি আরও বলেন, রুপপুরের মত একটা জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনের নাকের ডগা দিয়ে হত্যাকাণ্ডে জড়িত এসব সন্ত্রাসীরা বীরদর্পে ঘুরে বেড়ানো সাধারণ মানুষের জন্য এক ধরনের ভীতি ও হুমকির কারণ।
এসময় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে নৃশংস এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের অনুরোধও জানান।
সংবাদ সম্মেলনে নিহত মানিকের বাবা-মা সহ স্থানীয় প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সকালে উপজেলার রূপপুর মোড়স্থ মক্কা হোটেলের পেছনে যুবলীগ কর্মী মানিক কে নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব এ মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।
বিবার্তা/পলাশ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]