
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল এলাকায় গাছ থেকে পড়ে জুলফিকার আলী শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।
মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাঁপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে থাকা ডালপালা কাটতে উঠে। এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ওয়ারিশগণ যে ভাবে চাইবে, সেই ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
বিবার্তা/মশিউর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]