বাসসের নেত্রকোনা জেলা প্রতিনিধি এম ফখরুল হক আর নেই
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১২
বাসসের নেত্রকোনা জেলা প্রতিনিধি এম ফখরুল হক আর নেই
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি এম ফখরুল হক (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান।


তিনি নেত্রকোণা শহরের মালনী এলাকার বাসিন্দা মৃত ফজলুল হকের ছেলে।


তিনি বাসসের পাশাপাশি ইংরেজি দৈনিক নিউনেশন পত্রিকারও নেত্রকোনা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।


নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম জানান,মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে মরদেহ ওই হাসপাতালে রাখা আছে। রাতেই ঢাকা থেকে মরদেহ নেত্রকোনায় আনা হবে। তার স্বজনদের সাথে কথা বলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।


তিনি আরও বলেন, ২ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে নেয়া হয় নেত্রকোণা সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে পাঠানো হয় ঢাকা ল্যাবএইড হাসপাতালে।


১৯৮৫ সালে দৈনিক নব অভিযান পত্রিকায় কাজ শুরু করার পর বাসস ও দৈনিক নিউনেশনে যোগ দেন। মৃত্যুর সময় তিনি এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।


তার মৃত্যুতে এলাকায় ও স্থানীয় সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক নেতারা এম ফখরুল হকের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।


নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম শোক জানিয়ে বলেন, তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার মৃত্যু নেত্রকোনার সাংবাদিক সমাজ ও গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।


বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এম ফখরুল হক ছিলেন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ কর্মময় জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সংবাদ পরিবেশনে অসামান্য অবদান রেখেছেন।


নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মুখলেছুর রহমান খান শোক প্রকাশ করে জানান, আল্লাহ উনার আখেরাতের জীবন সুন্দর করুন। আমরা একজন সাংবাদিক অভিভাবক হারালাম। আমরা উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


বাংলাদেশ সাংবাদিক সংস্থা নেত্রকোনা জেলা শাখার শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার খান বলেন, এম ফখরুল হক ছিলেন একজন মেধাবী সৎ বুদ্ধিসম্পন্ন হাস্য উজ্জ্বল ব্যক্তি। তার সততা, পেশাগত দক্ষতা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।


বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমূশ শাহাদা নাজু বলেন, বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি তার সাবলীল, বিশ্লেষণী লেখনী ও কথনের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে।
একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দেশকে অনেক কিছু দিয়েছেন তিনি। সাংবাদিকতা পেশায় তিনি যে মান স্থাপন করেছেন তা নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করি।


রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ এর সাধারণ সম্পাদক একে এম এরশাদুল হক জনি বলেন, এম ফখরুল হক অত্যন্ত প্রতিভাবান এবং দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবে তার পেশাগত দক্ষতা ও একাগ্রতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়। তার মৃত্যুতে নেত্রকোনায় সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো। নেত্রকোনায় সাংবাদিক জগতে তার অসামান্য অবদান রয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com