ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২১
ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।


৩ ডিসেম্বর, মঙ্গলবার রাতে মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল ভালুকা এলাকায় অভিযান পরিচালনা করে।


এসময় মাদক ব্যবসায়ী মো. আবু রায়হান, মো. আকিব হাসান আপন, ফাহিম হাসানকে আটক করা হয়।


জানা যায়, রায়হান, আকিব এবং ফাহিম ভালুকা এলাকায় মাদকের অভয়ারণ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করে। আসামিদের প্রত্যেকের নামে থানায় মাদক মামলা রয়েছে এবং পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল।


তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। আটকের পর তাদের তল্লাশি করে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়।


মেজর মো. নোমান মুনসি জানান, মাদক ব্যবসায়ী রায়হান, আকিব এবং ফাহিমকে গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমাণ বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/সাজ্জাদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com