
হিমালয়ের পাদদেশ অবস্তি সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। শীতকাল যত ঘনিয়ে আসবে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা ততই বাড়তেই থাকবে।
সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও বিকেলের পর থেকেই তা মিলিয়ে যাচ্ছে। শুরু হয় ঠান্ডা বাতাস আর কুয়াশা। রাত যত গভীর হয় এই ঠান্ডা বাতাস ও কুয়াশার তীব্রতা ততই বাড়তে থাকে। অব্যাহত থাকে পরদিন সকাল ৭টা থেকে ৮ টা পর্যন্ত।
শহরে ঘরের বাইরে মানুষের উপস্থিতি একবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের।
এদিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিমাণ ওঠানামা করলেও টানা এক সপ্তাহ যাবৎ দেশের সর্বোনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
৪ ডিসেম্বর, বুধবার সকাল ৯ টায় সর্বোনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় এই সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। প্রতিঘণ্টায় বাতাসের গতিবেগ ৬-৭ কিলােমিটার। গতকাল দিনের সর্বােচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]