লামায় প্রতিবন্ধীদের উন্নয়নে গবাদিপশু বিতরণ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬
লামায় প্রতিবন্ধীদের উন্নয়নে গবাদিপশু বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’-এ প্রতিপাদ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।


৩ ডিসেম্বর, মঙ্গলবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নে কারিতাস বাংলাদেশ’র এসডিডিবি প্রকল্পের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।


এ উপলক্ষে গজালিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মার্মা।


এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম শহিদুল ইসলাম, গজালিয়া পুলিশ ফাঁড়ি প্রতিনিধি এএসআই মো. হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য পিতমা ত্রিপুরা প্রমুখ।


প্রকল্পের উপকারভোগী তিমথী ত্রিপুরার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্পের স্বেচ্ছাসেবক সুরেন্দ্র ত্রিপুরা।


সভা শেষে প্রকল্পের উদ্যোগে ৮ উপকারভোগী প্রতিবন্ধী ও প্রবীণের মাঝে বিনামূল্যে হাস মুরগি ও ছাগল বিতরণ করা হয়।


বিবার্তা/আরমান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com