![](http://www.bbarta24.net/templates/bbarta/images/main-logo.png)
বিয়ের ৩ দিন আগে দিনাজপুরের খানসামায় রিজু ইসলাম মক্কা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি হৃদ্রোগে তার মৃত্যু হয়েছে। তার এ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
৩ ডিসেম্বর, মঙ্গলবার সকালে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন রিজুর বড় ভাই সাজু।
মৃত রিজু উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে ও পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় বাবার পছন্দ অনুযায়ী মৃত রিজু ইসলামের বিয়ে ঠিক হয়। আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য আত্মীয়-স্বজন ও বন্ধুদের দাওয়াত করে সে।
২ ডিসেম্বর, সোমবার দুপুরে মেয়ে তার মামার বাসা বীরগঞ্জ ওস্তাপাড়া এলাকায় আছে এমন খবরে হবু কনেকে প্রথম দেখার আগ্রহে সেখানে যায় রিজু ইসলাম।
হবু বরের সামনে প্রথমবার যাবে ভেবে সাজুগুজু করে মেয়ে। কিন্তু এই সময়ে অসুস্থ হয়ে যায় রিজু ইসলাম। পরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ বাসায় নিয়ে আসেন।
নিহতের বড় ভাই সাজু বলেন, পরিবারের পছন্দে রিজু বিয়েতে রাজি হয়। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে সবাই বাকরুদ্ধ হয়ে গেছি। কিছু বলার নাই।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ মুঠোফোনে বলেন, সোমবার বিকেলে রিজু ইসলাম নামে এক যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থাতেই পাই। পরে তাকে মৃত ঘোষণা করে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করে আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, বিয়ের দুই দিন আগে রিজু নামে এক যুবকের হৃদ্রোগে মৃত্যুর বিষয়টি জেনেছি। এমন মৃত্যুর ঘটনা আসলেই দুঃখজনক।
বিবার্তা/জামান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]