আখাউড়া স্থলবন্দরের ওপারে
আগরতলা চেকপোস্ট সড়কে বাঁশের বেড়া, বিপাকে যাত্রীরা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬
আগরতলা চেকপোস্ট সড়কে বাঁশের বেড়া, বিপাকে যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এতে যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটছে।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে এ বেড়া দেওয়া হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।


এর আগে সোমবার (২ ডিসেম্বর) কিছু ভারতীয়রা স্থলবন্দর এলাকায় এসে বিক্ষোভ দেখায়। মঙ্গলবারও তাদের আসার কথা ছিল। বিক্ষোভ ঠেকাতে এ বেড়া কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি।


ইতিমধ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে মাছ ভারতে যায়।


বাংলাদেশের রফতানি করা পরিবহন সেখানকার বন্দর এলাকায় গিয়ে মাছ রেখে আসে। ভারতীয় পরিবহনে এসব মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে বাঁশের বেড়া অতিক্রম করে কীভাবে মাছ নিয়ে যাওয়া হয় এ নিয়ে চলছে আলোচনা।


একটি সূত্র জানায়, ওপারে বন্দর ও এর আশপাশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে।


এ অবস্থায় সকাল ১১টা থেকে এপারে বিজিবিকেও সতর্ক অবলম্বন করতে দেখা যায়। এসবের মধ্যেই ভারত থেকে যাত্রীরা বাংলাদেশ আসছেন।


ভারত থেকে আসা কুমিল্লার কোম্পানীগঞ্জের উজ্জল দেবনাথ জানান, বন্দরে ঢোকার পথেই সড়কে বাঁশের বেড়া দেওয়া। এটি পার হয়ে আসতে খুব কষ্ট হয়েছে। তবে আসতে কেউ বাঁধা দেয়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, তার স্ত্রীও বেড়া দেওয়ার খবর পেয়ে যান। এ কারণে বারবার তাগাদা দেওয়ায় তিনি চলে এসেছেন।


এদিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেবে না বলে ঘোষণা দেয়।


চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সে দেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরায় বাংলাদেশ সহকারী-হাইকমিশনারের আগরতলার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com